বুলেটিন্স ইন্ডিয়া ডেস্ক : বিয়ে বাড়ি গিয়েই ঘটল বিপত্তি। মালদহের হোটেলের শৌচাগারের ভেন্টিলেটরে মোবাইল ক্যামেরা রেখে দম্পতির ব্যক্তিগত মুহূর্ত বন্দি করল দুই যুবক। অভিযুক্তদের গ্রেপ্তার করেছেন ইংলিশবাজার থানার পুলিশ। অভিযোগকারী দম্পতি ও ধৃতদের প্রত্যেকেরই বাড়ি হাওড়ায়।
ঘটনাটি ঘটেছে মালদহের একটি হোটেলে। জানা গিয়েছে, একটি বিয়ের অনুষ্ঠানে বর পক্ষের সঙ্গে আসেন তাঁরা। মালদহের একটি হোটেলে পাশাপাশি দুটি রুমে উঠেছিলেন স্বামী-স্ত্রী। রাত একটা নাগাদ তাঁরা শৌচাগারে যান। কিছুক্ষণ পর মহিলার স্বামী দেখতে পান শৌচাগারের ভেন্টিলেটরে রাখা মোবাইল ক্যামেরা থেকে তাঁদের ভিডিও তোলা হচ্ছে।
ঘটনাটি জানাজানি হতেই শোরগোল শুরু হয়ে যায় বিয়েবাড়িতে। ভোর সোয়া তিনটে নাগাদ স্বামী-স্ত্রী ইংলিশ বাজার থানায় অভিযোগ করেন। তাঁরা এ-ও বলেন, হোটেলের কতৃপক্ষের মদতেই এই কুরুচিকর ঘটনা ঘটা সম্ভব হয়েছে। এরপর অভিযুক্ত হাওড়ার দুই ব্যক্তিসহ একজন হোটেল কর্মীকেও আটক করেন পুলিশ। যদিওবা জিজ্ঞাসাবাদের পর ওই কর্মীকে ছেড়ে দেওয়া হয়েছে।
ছবি সংগৃহীত
Recent Comments