Monday, November 29th, 2021

শহর‌ কলকাতার বুকে উদ্ধার মৃতদেহ‚ খুন না আত্মহত্যা ধন্দে পুলিশ

বুলেটিন্স ইন্ডিয়া ডেস্ক: শহর কলকাতার আবাসনের ছাদ থেকে উদ্ধার হল এক মহিলার মৃতদেহ।তবে সেটি খুন না আত্মহত্যা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি পুলিশ মারফত।

রুমা ঘোষ নামক বছর ৩২এর এক মহিলা গরফার এক আবাসনে পরিচারিকার কাজ করতেন।মৃতার স্বামী সুরজিৎ ঘোষ থানায় অভিযোগ দায়ের করেন এই মর্মে তাঁর স্ত্রীকে খুন করা হয়েছে।ওই মহিলা পরিচারিকার কাজ করার সময়ে গৃহকর্ত্রীর থেকে ঋণ নেন বেশ কিছু অর্থ। কিন্তু সময় চলে গেলেও তিনি শোধ দিতে পারেননি সেই অর্থ।ফলত আক্রোশের কারণে গৃহকর্ত্রী খুন করেছেন বলে অভিযোগ করেন মৃতার স্বামী সুরজিৎ ঘোষ।

গরফা থানার পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে গেলে মৃতার পরিচিতরা এসে আবাসনে একপ্রকার তান্ডব চালান।তবে গৃহকর্ত্রী নারায়ণী দেবী পুলিশকে জানান বেশ কিছুদিন আগে ওই পরিচারিকা কাজ ছেড়ে দিয়েছিল। কিন্তু পুনরায় সে এসে নিজের পুরোনো অবস্থান দাবি করলে‌ গৃহকর্ত্রী তাঁকে আর রাখতে চাননি।এরপর জামাকাপড় তুলতে ছাদে গেলে দেখেন ওই‌ মহিলার মৃতদেহ।

ছবি সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

satta king tw