Saturday, January 15th, 2022

শতবর্ষের ডার্বিতে রয় কৃষ্ণাদের কাছে অসহায় আত্মসমর্পণ ইস্টবেঙ্গলের

বুলেটিন্স ইন্ডিয়া ডেস্ক:এর থেকে হয়ত ডার্বিতে ভালো খেলতে পারত ডিয়াজের ছেলেরা। কিন্তু হাবাসের গেমপ্ল্যানের কাছে একপ্রকার মুখ থুবড়ে পড়ল লাল-হলুদের রক্ষণ।ফলত খুব সহজেই রয় কৃষ্ণা মনবীর সিং ও লিস্টন কোলাসোর দৌলতে বড় ব্যবধানে জয় পেল এটিকে মোহনবাগান।

খাতায় কমলে এগিয়ে ছিলেন তাঁরাই এবং মাঠেও সেটি প্রমাণ করে দেখালেন।ম্যাচের ১২ মিনিটের মাথায় গোল করলেন রয় কৃষ্ণ।এরপর পরবর্তী দুমিনিটের মধ্যেই ব্যবধান বাড়ালেন মনবীর সিং।প্রথম গোলটি সুন্দর হলেও পরের দুটো গোল ইস্টবেঙ্গল খেল গোলকিপার অরিন্দম ভট্টাচার্যের ভুলেই।

ক্রমাগত আক্রমণের ফলে লাল-হলুদ রক্ষণে বারংবার ফাটল ধরছিল।হুগো বোমাসের পাস থেকে লিস্টনের গোল হওয়ার পর চোটের কারণে মাঠ ছাড়তে হল গোলকিপার অরিন্দম ভট্টাচার্যকে।তবে পরিবর্ত হিসাবে নামা গোলকিপার শুভম সেন যদি ভালো কিছু সেভ না করতেন তাহলে একরাশ লজ্জাই অপেক্ষা করত লাল-হলুদের জন্য।

ছবি সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

satta king tw