Tuesday, January 11th, 2022

বিরিয়ানি নিয়ে চম্পট দিল দুষ্কৃতীর দল, আতঙ্ক ছড়িয়েছে এলাকায়

বুলেটিন্স ইন্ডিয়া ডেস্ক : বিরিয়ানি খেতে ভালোবাসেন না এমন মানুষ কম’ই আছে। কিন্তু তাই বলে চুরি! মূল্যবান সম্পদ চুরি হলেও মানা যায় কিন্তু বিরিয়ানি! দমদমের এক বিরিয়ানি দোকানে বিরিয়ানিসহ অন্যান্য জিনিসপত্র লুটপাট করল দুস্কৃতির দল। সেখানেই শেষ নয়, পুরো এলাকায় রীতিমতো তান্ডব চালায় তারা। ওই এলাকার এখন বাসিন্দারা আতঙ্কে ভুগছেন।

দক্ষিণ দমদমের ঘোষপাড়া এলাকায় গতকাল রাত দশটা নাগাদ বিরিয়ানির দোকানে লুটপাট চালায় দুষ্কৃতীরা। এমনকি, দোকানের কর্মচারীদেরও মারধর করে তারা। সকলের মুখে কাপড় থাকায় কাউকেই চেনা যায় নি।এখানেই ক্ষ্যান্ত হয়নি। দোকান থেকে বেরিয়ে এলাকাতেও রীতিমতো তাণ্ডব চালায় ওই দুস্কৃতির দল। বেশকিছু মোটরবাইক ভাঙচুর করে। ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।ঘটনার খবর পেয়ে রবিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর রাজু সেন শর্মা ঘটনাস্থলে পৌঁছান। ঘুঘুডাঙা ফাঁড়ির পুলিশ ঘটনার তদন্তে নেমেছেন।

ছবি‌ সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

satta king tw