ডিভিলিয়ার্স এখন ‘পরিতোষ প্যান্ট’, রেস্টুরেন্ট মালিককে সম্মান জানিয়ে অনন্য নজির এবিডির।

বুলেটিন্স ইন্ডিয়া ডেস্ক: তিনি দক্ষিণ ভারতীয়, কিন্তু তাঁর ভারত প্রেমের কথা সর্বজনবিদিত। সম্প্রতি আরও একবার তার নজির গড়লেন এবিডি ভিলিয়ার্স। মুম্বইয়ের এক রেস্টুরেন্টের মালিক পরিতোষ প্যান্ট, তিনি প্রতিদিন ৩০০০লোককে বিনা পয়সায় খাওয়ান। তাঁর কাজের প্রতি সম্মান জানাতে ডিভিলিয়ার্স পরিতোষ প্যান্ট নামের জার্সি পরে খেলতে নামবেন। এমনকি নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের নাম পরিবর্তন করে পরিতোষ প্যান্ট রেখেছেন এবিডি। প্রোফাইলে ছবিও দিয়েছেন রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সি পরে, পিছনে নামের জায়গায় ‘পরিতোষ’।
এবিডির এই কাজে ধন্য ধন্য পড়ে গিয়েছে। বিদেশি হয়েও ভারতীয়দের প্রতি এই সম্মান দেখানোয় প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন নেটিজেনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

satta king tw