সংক্রমণ বাড়ছে কেরালায়, জারি হল ১৪৪ ধারা


বুলেটিন্স ইন্ডিয়া ডেস্ক : হুহু করে সংক্রমণ বাড়ছে কেরালায়। ইতিমধ্যে মোট কেসের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। এই মুহূর্তে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৭২,৪১৮। প্রাথমিক পর্যায়ে করোনা মোকাবিলায় নিয়ন্ত্রণ পেলেও ক্রমশ ভয়াবহ হচ্ছে কেরালার পরিস্থিতি। ফলে বাধ্য হয়ে এবার ১৪৪ ধারা জারি করলো প্রশাসন।

বৃহস্পতিবার গভীর রাতে কেরালার মুখ্যসচিব বিশ্বাস মেহতা জানিয়েছেন ৩ অক্টোবর সকাল ৯টা থেকে অক্টোবর ৩১ অবধি রাজ্যে জারি থাকবে ১৪৪ ধারা। এই সময় কোথাও পাঁচজনের বেশি একত্রিত হতে পারবেন না । মূলত করোনা সংক্রমণ রুখতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে বিজয়ন সরকার।

প্রত্যেক জেলাশাসককে কড়া ভাবে এই নির্দেশ মেনে চলার কথা জানানো হয়েছে। কন্টেনমেন্ট জোন-সহ যে জায়গাগুলিতে সংক্রমণ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে সেখানে বেশি কড়াকড়িভাবে এই নির্দেশ পালন করতে হবে। বিয়ে, অন্ত্যেষ্টি সহ অন্যান্য অনুষ্ঠানে ছাড় থাকবে।
কেরালায় কোভিড আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। অ্যাক্টিভ কেস ৭২,৩৩৯।এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৭১ জনের। ১১ সেপ্টেম্বর মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ পেরিয়েছিল কেরালায়। তারপর মাত্র তিন সপ্তাহে কেসের সংখ্যা দ্বিগুণ হয়েছে যা চিন্তা বাড়িয়েছে প্রশাসনের। শেষ সাত দিনে কেসের সংখ্যা বেড়েছে ৫০ হাজার। একই সাথে পাল্লা দিয়ে বেড়েছে অ্যাক্টিভ কেসের সংখ্যাও। সেই কারণেই বাধ্য হয়ে উৎসবের মরশুমে বিধিনিষেধ আরোপ করলো সরকার। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

satta king tw