রুদ্ধশ্বাস ম্যাচে সুপার ওভারে পাঞ্জাবের বিরুদ্ধে জয় দিল্লীর।


বুলেটিন্স ইন্ডিয়া ডেস্ক: ২০২০ আইপিএলের দ্বিতীয় ম্যাচে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার (২০ সেপ্টেম্বর) মুখোমুখি হয়েছিল দিল্লী রাজধানী এবং কিংস ইলেভেন পাঞ্জাব। দ্বিতীয় ম্যাচেই রোমাঞ্চকর হয়ে উঠল খেলা। প্রথমে টস জিতে পাঞ্জাবের অধিনায়ক কে এল রাহুল দিল্লী ক্যাপিটালসকে ব্যাট করতে ব্যাট করতে পাঠালেন এবং বলাই বাহুল্য প্রথমদিকে কাজেও লেগে যায় তার এই চাল। দিল্লীর হয়ে ওপেন করতে নামে পৃথ্বী শ ও শিখর ধাওয়ান। শূন্য রানেই রান আউট হয়ে যান শিখর। মোটামুটি ভালোভাবে শুরু করলেও বেশি সময় ক্রিজে টিকতে পারনি পৃথ্বী শ। মাত্র ৫ রান করে আউট হয়ে যায় পৃথ্বী। উইকেট নেয় মহম্মদ শামি। সেই একই ওভারে শামির বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় শিমরন হেটমায়ারকে। মাত্র ৭ রান করে শর্ট এক্সট্রা কভারে মায়াঙ্ক আগারওয়ালের হতে ক্যাচ দিয়ে আউট হলেন হেটমায়ার। এরপর কিছু সময়ের জন্য পার্টনারশিপ গড়ে ওঠে শ্রেয়াস আইয়ার ও ঋষভ পন্থের মধ্যে। তবে চতুর্দশ ওভারের শেষ বলে ঋষভ পন্থকে তুলে নেন রবি বিশ্নই।এরপরেই শামির বলে আউট হলেন শ্রেয়াস আইয়ার ।১৫ ওভারের শেষে দিল্লীর রান ৫ উইকেটে ৯৩।কিন্তু শেষ পর্যন্ত ম ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় মার্কাস স্টোয়েনেস। তাঁর বিধ্বংসী ২১ বলে ৫৩ রানের সুবাদে ২০ ওভারের শেষে দিল্লীর স্কোর পৌঁছয় ১৫৭- তে।
রান তাড়া করতে নেমে পাঞ্জাব ভালোভাবেই শুরু করে। চতুর্থ ওভারে প্রথম উইকেট হারায় পাঞ্জাব। ২১ রান করে আউট হয়ে যায় কে এল রাহুল। পঞ্চম ওভারে করুণ নায়ার ও নিকোলাস পূরণ দুজনেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান।এক ওভারে দুটি উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় আশ্বিন।এরপর ম্যাক্সওয়েল, সরফরাজ খান কেউই থিতু হতে পারলেন না ক্রিজে।৬০ বলে ৮৯ রান করে যখন আউট হলেন মায়াঙ্ক তখন পাঞ্জাবের জয়ের জন্য প্রয়োজন ১বলে ১ রান। শেষ বলে আউট ক্রিস জর্ডন।
সুপার ওভারে পাঞ্জাবের হয়ে ব্যাট করতে নামে কে এল রাহুল ও নিকোলাস পূরণ। ডেথ ওভার স্পেশালিস্ট কাগিসো রাবাডার বলে দুজনেই আউট হয়ে ফিরে যান। সুপার ওভারে পাঞ্জাবের স্কোর ২। যা দিল্লীর হয়ে ব্যাট করতে নেমে সহজেই তুলে দিল ঋষভ পন্থ। রোমাঞ্চকর ম্যাচে সুপার ওভারে পাঞ্জাবের বিরুদ্ধে অবশেষে জয় দিল্লীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

satta king tw