Monday, November 29th, 2021

জঙ্গলমহলের কথা বলবে ‘ইস্কাবন’

দেবারতি চক্রবর্তী : দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলের মাল্টিপ্লেক্সে অনুষ্ঠানিক ভাবে প্রকাশ পেল ‘ইস্কাবন’ সিনেমার ট্রেলার। পরিচালক মন্দিপ সাহা’এর এটিই প্রথম বড় পর্দার কাজ। পরিচালকের পাশাপাশি অনামিকা চক্রবর্তী এবং সঞ্জু এই ছবির মাধ্যমে বড় পর্দায় প্রথম মুখ দেখাবে। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সৌরভ দাস, খরাজ মুখার্জী, অরিন্দম গাঙ্গুলি, দুলাল লাহিড়ি, সুমিত গাঙ্গুলি। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন অনিন্দ্য মুখোপাধ্যায়।

এদিনের অনুষ্ঠানে এরা প্রত্যেকেই উপস্থিত থেকে ছবির শ্যুটিং চলাকালীন বিভিন্ন ঘটনার কথা আমাদের জানান। সৌরভ দাস বলেন ছবির শ্যুটিং হয়েছে পুরুলিয়ার জঙ্গলে যেখানে কাজ করতে তাদের রিতিমত শারিরীক কসরত দেখাতে হয়েছে; তিনি বলেন “আমরা জঙ্গলের মধ্যে এত উচ্চতায় উঠে কাজ করেছি যেখানে হয়ত কখনো কোনো মানুষ যায়নি।” অভিনেতা সুমিত গাঙ্গুলি বলেন ” শ্যুটিং চলাকালীন আমরা সবাই খুব মজা করেছি, আমিতো প্রায় কুড়ি হাজার গুলি চালিয়েছি।” অনামিকা এবং সঞ্জু দুজনেই তাদের প্রথম ছবি নিয়ে খুবই উত্তেজিত ছিলেন এদিন। পরিচালক মন্দিপ সাহার মুখেও এদিন তার প্রথম ছবি নিয়ে আশাবাদী স্বর শোনা যায়। তার কথায় জঙ্গলমহলের জীবন নিয়ে এরকম ছবি বাংলা সিনেমায় এর আগে হয়নি।
সবে মিলে এদিন বাংলা সিনেমার গ্ল্যামার দুনিয়ার নতুন, পুরনো মুখেদের নিয়ে যে এক চাঁদের হাট তৈরি হয়েছিল তা বলাই বাহুল্য।

ছবি নিজস্ব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

satta king tw