বুলেটিন্স ইন্ডিয়া ডেস্ক : ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর’কে খুনের হুমকি দিল আইএসআইএস (ISIS) কাশ্মীর জঙ্গি সংগঠন। এই বিষয়ে থানায় অভিযোগ জানান তিনি। এরপরই কড়া তৎপরতায় নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে বিজেপি সাংসদের বাড়ির সামনে। পুলিশ ঘটনার তদন্ত করছেন।
সংবাদসংস্থা এএনআই-এর তথ্য অনুযায়ী, একটি ইমেলের মাধ্যমে ইসলামিক স্টেট(আইএস) জঙ্গি সংগঠনের কাশ্মীর শাখা গৌতম গম্ভীরকে খুনের হুমকি দেয়, এমনকি তাঁর পরিবারকেও একই হুমকি দেওয়া হয়। এরপরই পুলিশের দ্বারস্থ হন দিল্লি বিজেপি সাংসদ। দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার শ্বেতা চৌহান জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরই গম্ভীরের রাজেন্দ্রনগরের বাসভবনের সামনে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং এরই সঙ্গে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছেন। উল্লেখ্য, এর আগেও ২০১৯ – এ একটি আন্তর্জাতিক ফোন নম্বর থেকে হুমকি পেয়েছিলেন গম্ভীর। তখন তিনি লোকসভা নির্বাচনে পূর্ব দিল্লির বিজেপি সাংসদ মনোনীত হন।
ছবি সংগৃহীত
Recent Comments