Saturday, July 17th, 2021

এন এস শঙ্করাইয়া : বিপ্লবের এক শতাব্দী

মিমো দত্ত: ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে যে কয়েকজন এখনও জীবিত আছেন, এন শঙ্করাইয়া তাঁদেরই একজন। আজ তাঁর ১০০ তম জন্মদিন। কৈশোরকাল থেকেই বিপ্লবী কার্যকলাপের সাথে যুক্ত ছিলেন তিনি । পরে ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্যও ছিলেন। তামিলনাড়ুর রাজ্য রাজনীতিতেও তার অবদান অসীম। খেলাধুলাতেও তিনি সমানতালে পারদর্শী। ভারত স্বাধীনতা পাওয়ার ঠিক আগের দিনই টানা আট বছরের জেল বন্দী দশা থেকে মুক্তি পেয়ে বাড়ি ফেরেন তিনি। সত্যের পথে থেকে আজও অবিচল এই বীর যোদ্ধা। তাঁর সঙ্গে ওতোপ্রোত ভাবে জড়িয়ে স্বাধীনতা সংগ্রামের নানা অজানা ইতিহাস।
এদিন তাঁর জন্মদিনে তাঁর বাড়িতে যান মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। শুভেচ্ছাবার্তাও জানান তাঁকে । সঙ্গে ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও। এই বীর মুক্তিযোদ্ধার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে গোটা দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

satta king tw