Sunday, July 18th, 2021

পণবিরোধী চুক্তি কেরালায়

বুলেটিন্স ইন্ডিয়া ডেস্ক : বেশ কিছু বছর ধরেই পণের দায়ে মৃত্যুর অভিযোগে জর্জরিত কেরালা। বিষয়টি নিয়ে নানা জলঘোলাও শুরু হয়। সম্প্রতি কলেজে ভর্তির আগে প্রত্যেক পড়ুয়াকে পণবিরোধী চুক্তিপত্রে সাক্ষর করতে হবে, এমনটাই পরামর্শ দেওয়া হয়েছে কেরল সরকারের পক্ষ থেকে। অভিভাবকদেরও এই পণবিরোধী পদক্ষেপে সামিল হওয়ার জন্য সরকারের পক্ষ থেকে আর্জি জানানো হয়েছে।

সম্প্রতি কেরালার কোল্লামের ২২ বছরের তরুণী বিস্ময়া পণের টাকা জোগাড় করতে না পারায় তাঁর উপর অত্যাচার চালাত শ্বশুরবাড়ির লোকজন। নিজের শ্বশুরবাড়িতেই আত্মহত্যা করেন ওই তরুণী। এই ঘটনা সামনে আসায় নড়েচড়ে বসে প্রশাসন। এই হিংসা বন্ধ করতে স্বয়ং রাজ্যপাল আরিফ মহম্মদ খান গত ১৪ জুলাই অনশনে বসেন।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদের নিয়ে সরকার আলোচনায় বসেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই পড়ুয়াদের একটি বন্ডে সাক্ষর করতে হবে। যেখানে লেখা থাকবে ‘আমরা পণ দেবোনা কিংবা পণ নেবনা।’ কেরালার মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন বলেন এই বিষয়টি নিয়ে যথেষ্ট উৎসাহী পড়ুয়ারা।

ঘটনার পরিপ্রেক্ষিতে ১ জুলাই থেকে কেরালা সিপিআই(এম) রাজ্য কমিটির উদ্যোগে শুরু হয় মহিলা সুরক্ষার জন্য বিশেষ প্রচার সপ্তাহ ‘স্ত্রীপক্ষ কেরলাম’। কেরালার রাজনৈতিক দলগুলিও এই পণবিরোধী চুক্তি নিয়ে যথেষ্ট আশাবাদী।

One Response

  1. দেনমোহর বিষয়টাও বন্ধ করার ব্যাপারে চুক্তিপত্রে উল্লেখ আছে আশা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

satta king tw