বুলেটিন্স ইন্ডিয়া ডেস্ক : নতুন করে চিন্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। একেতেই পিছু ছাড়তে নারাজ করোনা ভাইরাস। তার ওপর আতঙ্কে ফেলেছে করোনাভাইরাসের নতুন রূপ ‘ ওমিক্রন’। দক্ষিণ আফ্রিকা থেকে আসা ১২জন যাত্রীকে করোনা সংক্রমিত বলে চিহ্নিত করেছে ডাচ স্বাস্থ্য দফতর। কিন্তু তাঁরা সকলেই করোনাভাইরাসের নতুন রূপ ‘ওমিক্রণ’ দ্বারা আক্রান্ত কি না তা পরীক্ষা করা চলছে। জানা গেছে, শুক্রবার শিফোল বিমানবন্দরে অবতরণ করা দুটি বিমানে প্রায় ৬০০ জন যাত্রী ছিল। যার মধ্যে ৮৫ জনকে কোভিড আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। ডাচ স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘পর্যটকদের যাঁরা কোভিড পজিটিভ তাঁদের শিফোল বিমানবন্দরের কাছে একটি হোটেলে নিভৃতবাসে পাঠানো হয়েছে। ‘
এমতাবস্থায় ডাচ প্রশাসন দক্ষিণ আফ্রিকা থেকে আগত সমস্ত বিমানকে নিষিদ্ধ বলে ঘোষণা করেন। যাঁরা ইতিমধ্যে বিমানে রওনা দিয়েছেন তাঁদের জন্য বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা করার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন এক স্বাস্থ্য আধিকারিক।এরইমধ্যে আফ্রিকা থেকে আসা এক যাত্রী টুইট করে লিখেছেন, ‘কোভিড পরীক্ষার জন্য লম্বা লাইন পড়ে গিয়েছে। টেস্টের জন্য পিপি কিট পরে শারীরিক দূরত্বও বিধি মেনে দাঁড়াতে হচ্ছে। দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।’এমনিতেই কোভিডে নাজেহাল ডাচ প্রশাসন। আরও উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন রূপ। তাই সংক্রমণকে ঠেকাতে শুক্রবার থেকে রাতে বার, রেস্টুরেন্ট এবং দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ডাচ প্রশাসন।
ছবি সংগৃহীত
Recent Comments