৪০০০টাকা দাম কমল সোনার, আগামী সপ্তাহে কমবে আরও দাম।

বুলেটিন্স ইণ্ডিয়া ডেস্কঃ আমেরিকা ও ইউরোপের দেশগুলিতে আর্থিক পরিস্থিতির আস্তে আস্তে উন্নতি হচ্ছে ৷ সম্প্রতি এমনটাই সঙ্কেত পাওয়া যাচ্ছে ৷ এর প্রভাব সোনার দামের উপরেও পড়ছে ৷ শুক্রবার সোনার দাম প্রায় ১ শতাংশ পড়ে গিয়েছে ৷ রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, সোনার দাম পড়ে প্রায় ১৯৪১ ডলার প্রতি আউন্সে পৌঁছে গিয়েছে ৷ বিশেষজ্ঞদের মতে আগামী বছরের শুরুর দিক ছাড়া এই মুহূর্তে সোনার দাম আরও সেই ভাবে বাড়ার সম্ভাবনা নেই ৷ সিটি গ্রুপের একটি রিপোর্টে অনুযায়ী, সোনার দাম বাড়ার সম্ভাবনা ৩০ শতাংশ রয়েছে ৷ সোনার দাম কমার ২০ শতাংশ সম্ভাবনা রয়েছে ৷ দাম বাড়লে সোনার দাম প্রায় ২২৭৫ ডলার প্রতি আউন্স হতে পারে ৷ অন্যদিকে দাম কমলে সেটি প্রায় ১৬০০ ডলার প্রতি আউন্স হওয়ার সম্ভাবনা রয়েছে ৷দেশের বাজারে সোনার দাম লাগাতার কমেছে ৷ এর মূল কারণ টাকার মূল্য বেড়েছে ৷ ১০ অগাস্ট সোনার দাম ছিল ৫৬২০০ টাকা প্রতি ১০ গ্রাম ৷ এখন তা কমে ৫২ হাজার টাকা প্রতি ১০ গ্রামে হয়ে গিয়েছে ৷ অর্থাৎ ১ মাসে প্রায় ৪০০০ টাকা সস্তা হয়েছে সোনা ৷ শুক্রবার দিল্লির সরাফা বাজারে সোনার দাম কমেছে ৷ ৯৯.৯ শতাংশ ১০ গ্রাম সোনার দাম ৫২৬৪৩ টাকা থেকে পড়ে ৫২৪৫২ টাকা হয়ে গিয়েছে ৷ অর্থাৎ প্রতি ১০ গ্রামে ১৯১ টাকা দাম কমেছে ৷ ১ কিলোগ্রাম রুপোর দাম ৭০,৪৩১ টাকা থেকে কমে ৬৯৯৫০ টাকা হয়ে গিয়েছে ৷ প্রতি কিলোতে দাম কমেছে ৯৯০ টাকা ৷

1 thought on “৪০০০টাকা দাম কমল সোনার, আগামী সপ্তাহে কমবে আরও দাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

satta king tw