২০০ টি স্পেশাল ট্রেন চলবে পুজোয়, ঘোষণা রেলমন্ত্রকের।
বুলেটিন্স ইন্ডিয়া ডেস্ক:করোনা সংক্রমণের জেরে দেশ জুড়ে বন্ধ ছিল রেল পরিষেবা।পঞ্চম পর্যায়ের আনলকে ধীরে ধীরে শুরু হতে হচ্ছে রেল পরিষেবা। চাহিদা অনুযায়ী বিভিন্ন রুটে চলাচল করছে এই সব ট্রেন। বাড়ানো হচ্ছে এমন ট্রেনের সংখ্যাও। এবার পুজোর আগে অন্তত ২০০টি স্পেশ্যাল ট্রেন চালানো হবে বলে ঘোষণা করেছে রেলমন্ত্রক।
রেলবোর্ডের সিইও বিনোদকুমার যাদব জানিয়েছেন, আগামী ১৫ থেকে ৩০ অক্টোবর অর্থাৎ দুর্গাপুজো, কালীপুজো ও দীপাবলীর মরসুমে চলবে এই ট্রেনগুলি। উৎসবের মরসুমে ট্রেনে যাত্রীদের সংখ্যা অনেকটাই বাড়ে। তাই এই পরিকল্পনা করছে রেল কর্তৃপক্ষ। তবে এখনই কোন কোন রুটে ট্রেন চলবে তা ঘোষণা করা হয়নি রেলের তরফে। জানানো হয়েছে কোন রুটে যাত্রীদের কীরকম চাহিদা রয়েছে তার উপর নির্ভর করেই এই ট্রেনের ঘোষণা করা হবে।
গতকাল রেলবোর্ডের সিইও বিনোদকুমার যাদব ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে এই ঘোষণার কথা জানান। তিনি বলেন, “রেলের সব জোনের জেনারেল ম্যানেজারদের সঙ্গে কথা হয়েছে। তাঁদের সকলকে স্থানীয় প্রশাসনের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। এরপরেই ঠিক করা হবে মোট কতগুলি ট্রেন চলবে। এছাড়া কোন রুটে কতগুলি ট্রেন চলবে সেটিও ঠিক করা হবে। তবে এখনও পর্যন্ত আমরা ঠিক করেছি অন্তত ২০০টি ট্রেন চালানো হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।”
রেলবোর্ডের তরফে জানানো হয়েছে, কোথায় কীরকম করোনা পরিস্থিতি রয়েছে বা কোথায় কোন রুটে যাত্রীর কীরকম চাহিদা রয়েছে তার উপর নির্ভর করেই এই ট্রেনের ঘোষণা করা হবে। অবশ্য সব রাজ্যের প্রশাসনের সঙ্গে কথা বলা হচ্ছে। তাদের কী চাহিদা সেই নিয়েও আলোচনা করা হচ্ছে। সব কিছু ঠিক করে তবেই ট্রেনের ঘোষণা করা হবে।
বিনোদকুমার যাদব জানিয়েছেন, কোন রুটে টিকিটের কীরকম চাহিদা রয়েছে তা নিয়ে আলোচনা করা হবে। যেখানে যাত্রীদের চাপ বেশি সেখানে বেশি ক্লোন ট্রেন চালানো হবে। কোনও যাত্রীকেই যাতে ওয়েটিং লিস্টে থাকতে না হয় সেদিকে খেয়াল রাখা হবে। প্রয়োজন পড়লে একই রুটে একাধিক ক্লোন ট্রেন চালানো হতে পারে বলেও জানিয়েছেন তিনি।